ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যে করোনা মহামারির চতুর্থ ঢেউ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯-জুলাই) বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের ২২টি দেশের মধ্যে ১৫টিতেই উচ্চ সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।
তবে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সাম্প্রতিক সময়ে পূর্বের তুলনায় সংক্রমণ নিম্নমুখী রয়েছে। ওমান স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী দেশটিতে ইদানীং আক্রান্ত কমলেও মৃতের হার ঊর্ধ্বমুখী রয়েছে। রবিবার (১-আগস্ট) মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী গত ৩ দিনে দেশটিতে নতুন আক্রান্তের সংখ্যা ৯৭৮ জন।
আরো পড়ুনঃ
করোনা রোগীকে স্পর্শ করলেই করোনা হয় না
যেভাবে সরকারি অনুদান পাবেন প্রবাসীরা
ওমান ও বাংলাদেশ সরকার অনুমোদিত করোনা ভ্যাকসিনের তালিকা
যেখানে গত বৃহস্পতিবার (২৯-আগস্ট) নতুন আক্রান্ত ৩৯২ জন এবং মৃত ১০ জন, শুক্রবার (৩০-আগস্ট) নতুন আক্রান্ত ৩২১ জন এবং মৃত ১২ জন, শনিবার (৩১-আগস্ট) নতুন আক্রান্ত ২৬৫ জন এবং মৃত ১৪ জন। অর্থাৎ গত ৩ দিনে ধারাবাহিকভাবে আক্রান্ত কমলেও মৃত ঊর্ধ্বমুখী রয়েছে।
তবে গত সপ্তাহের তুলনায় আক্রান্ত, হাঁসপাতালে ভর্তি এবং আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা নিম্নমুখী রয়েছে। গত ২৪ ঘন্টায় সমগ্র ওমানের হাঁসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা মাত্র ৩৯ জন, আইসিইউতে মোট ভর্তি রোগীর সংখ্যা ২৩২ জন। হাঁসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন সর্বমোট ৫৫০ জন। গত ৩ দিনে ওমানের সুস্থতার সূচক পয়েন্ট ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৪.৩ শতাংশে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
