যুক্তরাষ্ট্র থেকে অভিবাসীদের বিতাড়ন প্রক্রিয়া নিয়ে ব্রাজিল সরকার তীব্র প্রতিবাদ জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনায় যুক্তরাষ্ট্র সরকারের কাছে অবিলম্বে ব্যাখ্যা দাবি করেছে।
শুক্রবার রাতে যুক্তরাষ্ট্র থেকে ৮৮ জন ব্রাজিলিয়ান নাগরিককে বহনকারী একটি উড়োজাহাজ ব্রাজিলের মানাউস শহরে অবতরণ করে। অভিযোগ উঠেছে, যাত্রীদের প্রতি অমানবিক আচরণ করা হয়েছে। তাদের হাতকড়া পরানো হয়েছিল, পর্যাপ্ত পানি সরবরাহ করা হয়নি, এমনকি বাথরুম ব্যবহারের অনুমতিও দেওয়া হয়নি। ফলে কয়েকজন যাত্রী অসুস্থ হয়ে পড়েন।
Un migrante no es un delincuente y debe ser tratado con la dignidad que un ser humano merece.
Por eso hice devolver los aviones militares estadounidenses que venían con migrantes colombianos.
No puedo hacer que los migrantes queden en un país que no los quiere; pero si ese país… https://t.co/U1MmWrNio1
— Gustavo Petro (@petrogustavo) January 26, 2025
ব্রাজিলের মানবাধিকারমন্ত্রী জানিয়েছেন, যাত্রীদের মধ্যে অটিজম থাকা শিশুরাও ছিল, যারা এই ভয়াবহ অভিজ্ঞতার শিকার হয়েছে। এক যাত্রী, এদগার দা সিলভা মোউরা, বলেন, “আমাদের হাত-পা বাঁধা ছিল, বাথরুম ব্যবহার করতে দেওয়া হয়নি। শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বন্ধ থাকায় প্রচণ্ড গরমে অনেকেই জ্ঞান হারান।”
অভিবাসীদের সঙ্গে অপরাধীদের মতো আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ফ্রিল্যান্সার লুইজ অ্যান্টোনিও রদ্রিগুয়েজ সান্তোস। তিনি বলেন, “উড়োজাহাজে শীতাতপ নিয়ন্ত্রণ বন্ধ থাকায় আমাদের দুর্বিষহ সময় কাটাতে হয়েছে।”
ব্রাজিল সরকারের মতে, এই ধরনের আচরণ মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন। প্রেসিডেন্ট লুলা দা সিলভা এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং অভিবাসীদের সম্মানের সঙ্গে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য ব্রাজিলিয়ান এয়ার ফোর্সের একটি উড়োজাহাজ ব্যবহারের নির্দেশ দিয়েছেন।
ব্রাজিলের বিচার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, “যাত্রীদের প্রতি যে আচরণ করা হয়েছে, তা তাদের মৌলিক অধিকারের প্রতি চরম অবমাননার শামিল।” টেলিভিশন ফুটেজে দেখা গেছে, অনেক যাত্রী হাতকড়া ও পায়ে শিকল পরিহিত অবস্থায় উড়োজাহাজ থেকে নেমেছেন।
এ ঘটনার নিন্দা জানিয়ে ব্রাজিল সরকার যুক্তরাষ্ট্রের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে। তারা বলেছে, শুধু ব্রাজিল নয়, কলম্বিয়া ও গুয়াতেমালার অভিবাসীদেরও একই ধরনের প্রক্রিয়ায় ফেরত পাঠানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের কঠোর অভিবাসন নীতি নিয়ে আন্তর্জাতিক মহলে ইতোমধ্যেই বিতর্ক চলছে। এই নীতির অংশ হিসেবে অভিবাসীদের প্রতি এমন অমানবিক আচরণ নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে। ব্রাজিল সরকার জানিয়েছে, তারা এ বিষয়ে আন্তর্জাতিক মহলের সমর্থন আদায়ে সক্রিয় হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
