প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস রোহিঙ্গা শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত রাখায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। রোববার এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর।
অপূর্ব জাহাঙ্গীর জানান, মার্কিন সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী ৯০ দিনের জন্য সব দেশের জন্য মার্কিন সহায়তা স্থগিত করা হলেও রোহিঙ্গা শরণার্থীদের জন্য ইউএসএআইডি-এর পুষ্টি সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সংকট বিষয়ক প্রতিনিধি খলিলুর রহমান রোববার ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক করেন। বৈঠকে রোহিঙ্গাদের জন্য পুষ্টি সহায়তা অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত করা হয়।
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) মাধ্যমে রোহিঙ্গা শরণার্থী ও তাদের সহায়তাকারী স্থানীয় সম্প্রদায়ের জন্য খাদ্য ও পুষ্টি সহায়তা প্রদান করে আসছে।
গত ২০১৭ সালের আগস্ট থেকে এ পর্যন্ত রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র প্রায় ২.৪ বিলিয়ন ডলার বরাদ্দ করেছে, যার মধ্যে প্রায় ২ বিলিয়ন ডলার বাংলাদেশে দেওয়া হয়েছে।
মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক নির্বাহী আদেশে ৯০ দিনের জন্য সহায়তা স্থগিতের বিষয়টি নির্দিষ্ট কোনো দেশের জন্য নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, “কিছু সংবাদমাধ্যম ভুলভাবে তথ্য প্রকাশ করলে জনগণ বিভ্রান্ত হতে পারে। এটি কোনো দেশের প্রতি বিশেষ উদ্দেশ্যপ্রণোদিত নয়।”
সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম এবং ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।
রোহিঙ্গাদের জন্য সহায়তা অব্যাহত রাখার মার্কিন সিদ্ধান্তে বাংলাদেশ সরকার কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এই সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বাংলাদেশ এর যথাযথ ব্যবস্থাপনার জন্য বিশ্ব সম্প্রদায়ের পাশে থাকবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
