ছদ্মবেশে মালয়েশিয়ায় প্রবেশের সময় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) ১২ বাংলাদেশিকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার (২৪ জানুয়ারি) এই ঘটনা ঘটে বলে জানিয়েছে মালয়েশিয়ার কর্তৃপক্ষ।
ইমিগ্রেশন পুলিশ জানায়, আটককৃতরা নিজেদের মালয়েশিয়ান ফিশারিজ একাডেমির প্রশিক্ষণার্থী হিসেবে পরিচয় দেন এবং একটি আমন্ত্রণপত্র প্রদর্শন করেন। তবে যাচাই-বাছাই করে দেখা যায়, আমন্ত্রণপত্রটি ভুয়া। এরপরই তাদের আটক করা হয়।
শনিবার (২৫ জানুয়ারি) মালয়েশিয়ান ফিশারিজ একাডেমি এ ঘটনায় একটি বিবৃতি প্রদান করে। এতে স্পষ্ট জানানো হয়, বাংলাদেশি কোনো ব্যক্তিকে তারা প্রশিক্ষণের জন্য আমন্ত্রণ জানায়নি। আটককৃতরা ইমিগ্রেশন পুলিশকে বিভ্রান্ত করতে ফিশারিজ একাডেমির লোগো সম্বলিত পোশাক ব্যবহার করে ছদ্মবেশ নিয়েছিল।
বিবৃতিতে ঘটনাটিকে ‘ন্যাকারজনক’ আখ্যা দিয়ে বলা হয়, এটি মালয়েশিয়ার সরকারি প্রতিষ্ঠানের ভাবমূর্তি এবং বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করেছে। একইসঙ্গে জনসাধারণকে ফিশারিজ একাডেমির নাম ও লোগো অপব্যবহারের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের প্রশংসা জানিয়ে ফিশারিজ একাডেমি আরও জানায়, এ ধরনের অপরাধ রোধে তারা আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি এড়াতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি।
মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষের দৃঢ় পদক্ষেপ এবং সতর্কতা এই ধরনের অবৈধ কার্যকলাপ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
