চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
রোববার শারজাহ থেকে আসা বিজি-১৫২ ফ্লাইটের একটি লাগেজ থেকে স্যামসাং ও নকিয়া ব্রান্ডের ১৪৪টি মোবাইল সেট জব্দ করা হয়।
চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহীম খলিল বলেন, “সকাল ১০টার দিকে উড়োজাহাজটি শারজাহ থেকে এসে চট্টগ্রামে অবতরণ করে।
“এসময় বিমান বন্দরের দায়িত্বে থাকা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই ও শুল্ক গোয়েন্দার সদস্য তল্লাশি চালায়। এসময় একটি ট্রলি থেকে স্যামসাং ব্রান্ডের ৯৫টি স্মার্ট ফোন ও নকিয়া ব্রান্ডের ৪৬টি বাটন সেটসহ মোট ১৪৪টি মোবাইল সেট জব্দ করা হয়।
জব্দ করা সেটগুলোর আনুমানিক বাজার দাম আনুমানিক ১৮ লাখ ৩০ হাজার টাকা বলে জানান তিনি।
জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম বলেন, “বিমানে যাত্রীদের ব্যাগ রাখার স্থান থেকে ট্রলিটি জব্দ করা হলেও তার মালিকানা দাবি করা কোনো যাত্রীর খোঁজ পাওয়া যায়নি।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
