বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (বিক্রয় ও বিপণন) এর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরটি হ্যাক করে একটি অসাধু চক্র প্রতারণার চেষ্টা চালিয়েছে। এ নম্বর ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করা হয়েছে।
আজ শনিবার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টে বিষয়টি জানিয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেছে। বিমানের পক্ষ থেকে জানানো হয়, কেউ যেন প্রতারণার এই ফাঁদে পা না দেন এবং এ ধরনের কোনো বার্তায় সাড়া না দেন।
একই ধরনের একটি ঘটনা প্রতিবেদকের নম্বরে দেখা যায়, যেখানে মেসেজে দাবি করা হয়, “আর্জেন্ট আমার ১৫ হাজার টাকা লাগবে। এই নম্বরে (০১৭৫০৫৩৬৯৩৪) পাঠায় দিয়েন। ১৫ হাজার বিকাশ পার্সোনাল খরচসহ।”
তিনি আরও জানান, নাম্বারটি ইতোমধ্যে সচল রাখা হয়েছে এবং হ্যাকিংয়ের সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে গোয়েন্দা সংস্থা কাজ করছে।
বিমান কর্তৃপক্ষ সাধারণ জনগণকে হুঁশিয়ার করে বলেছে, হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো মাধ্যমে এ ধরনের প্রতারণার শিকার যেন কেউ না হন। কোনো ধরনের সন্দেহজনক বার্তা পেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
