কুমিল্লার দুই দুবাই প্রবাসীকে র্যাব পরিচয়ে বাস থেকে নামিয়ে মারধর করে ২১ লাখ টাকা, পাসপোর্ট এবং মোবাইলসহ মূল্যবান সামগ্রী লুট করার অভিযোগ উঠেছে। দুবাই থেকে দেশে ফিরে তারা যাত্রীবাহী বাসে কুমিল্লার পথে যাত্রা করছিলেন।
ঘটনাটি ঘটে ১৪ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দর থানাধীন কেওঢালা এলাকায়। সোমবার (২০ জানুয়ারি) পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে র্যাব ও পুলিশ জানিয়েছে, জড়িতদের শনাক্ত ও আটকের জন্য অভিযান চলছে।
মামলার এজাহার অনুযায়ী, কুমিল্লার বুড়িচং উপজেলার আরাগ আনন্দপুর গ্রামের আবু হানিফ এবং তার বন্ধু ব্রাহ্মণবাড়িয়ার রাজিব ভূঁইয়া দুবাই থেকে ১৪ জানুয়ারি ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেদিন দুপুরে তারা এশিয়া লাইন পরিবহনের একটি বাসে করে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেন।
বাসটি কেওঢালা এলাকায় পৌঁছালে একটি সাদা মাইক্রোবাস এসে বাসের পথ রোধ করে। র্যাবের পোশাক পরা ৩-৪ জন ব্যক্তি ওয়াকি-টকি, হ্যান্ডকাফ ও পিস্তল হাতে বাসে উঠে তাদের বিরুদ্ধে মামলা রয়েছে বলে দাবি করেন। এরপর টানাহেঁচড়া করে তাদের বাস থেকে নামিয়ে জোর করে মাইক্রোবাসে তোলা হয়।

ভুক্তভোগীরা জানান, এ সময় তারা চিৎকার করলে যাত্রীরা বাধা দেয় এবং ঘটনার ভিডিও ধারণ করে। কিন্তু দুর্বৃত্তরা এসব উপেক্ষা করে তাদের চোখ বেঁধে, হাত-পা বাঁধে এবং মারধর করে। এ সময় তাদের কাছ থেকে ২১ লাখ ৩৫ হাজার টাকা, ডলার, ৩টি পাসপোর্ট ও ২টি মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়।
ভুক্তভোগীদের বিকেল ৫টার দিকে ঢাকার ডেমরা এলাকায় একটি নির্জন জায়গায় ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তারা র্যাব এবং পুলিশকে বিষয়টি জানান। এ ঘটনায় আবু হানিফ বাদী হয়ে ১৬ জানুয়ারি বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।
র্যাব-১১ নারায়ণগঞ্জের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক জানান, অভিযুক্তরা র্যাবের সদস্য নয়। ভিডিও ফুটেজের মাধ্যমে দুর্বৃত্তদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, মহাসড়কে সংঘবদ্ধ অপরাধী চক্র সক্রিয়। সিসিটিভি ক্যামেরা নষ্ট থাকায় ঘটনার সময় ভিডিওচিত্র পাওয়া যায়নি। তবে প্রযুক্তির সহায়তায় তদন্ত চলছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপ ও অভিযানের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
