সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের মাধ্যমে ‘রেড অ্যালার্ট’ জারির উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের উদ্ধৃতি দিয়ে আইন মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
সেই দিন দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ‘রেড অ্যালার্ট’ জারির বিষয়টি তুলে ধরেন। এরপর রাত ৯টায় আইন মন্ত্রণালয় থেকে দেওয়া এক সংশোধিত বিবৃতিতে জানানো হয়, ইন্টারপোলের সঙ্গে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করা হয়েছে।
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, “আমরা যা যা করণীয়, তা দ্রুততার সঙ্গে সম্পন্ন করছি। যদি আরও কিছু করা প্রয়োজন হয়, পরিস্থিতি অনুযায়ী সে বিষয়েও আমরা পদক্ষেপ নেব।”
শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফেরানোর বিষয়ে তিনি আরও জানান, “আমরা ইতোমধ্যেই ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের আবেদন পাঠিয়েছি।
যদি ভারত আমাদের এই অনুরোধ প্রত্যাখ্যান করে, তবে এটি বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।”
আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক আইন মেনে এবং পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় দ্রুততার সঙ্গে বিষয়টি এগিয়ে নেওয়া হচ্ছে।
আরও দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
