সৌদিগামী প্রবাসী কর্মীদের জন্য মেনিনজাইটিস টিকা গ্রহণ বাধ্যতামূলক নয় বলে জানিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। তবে যারা ওমরাহ করতে বা ভিজিট ভিসায় সৌদি আরবে যেতে ইচ্ছুক, তাদের অবশ্যই এই টিকা নিতে হবে। ভ্রমণের ন্যূনতম ১০ দিন আগে টিকা গ্রহণ করে টিকা সনদ সঙ্গে রাখতে হবে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সৌদি সরকারের সর্বশেষ নির্দেশনার আলোকে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এই নির্দেশনা জারি করে। এর আগে, সোমবার (২০ জানুয়ারি) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জানানো হয়েছিল, ওমরাহ এবং হজ যাত্রীদের জন্য মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক করা হয়েছে।
ওমরাহ ও ভিজিট ভিসা যাত্রীদের জন্য টিকা বাধ্যতামূলক:
ওমরাহ যাত্রী এবং ভিজিট ভিসায় সৌদি আরবগামীদের মেনিনজাইটিস টিকা গ্রহণ করতে হবে।
সময়সীমা:
ভ্রমণের অন্তত ১০ দিন আগে টিকা নিতে হবে এবং টিকা সনদ অবশ্যই সঙ্গে রাখতে হবে।
ব্যতিক্রম:
এক বছরের কম বয়সী শিশুদের জন্য এই টিকা বাধ্যতামূলক নয়।
যারা বিগত তিন বছরের মধ্যে মেনিনজাইটিস টিকা নিয়েছেন, তাদেরও পুনরায় টিকা নেওয়ার প্রয়োজন নেই।
কার্যকর সময়সীমা:
এই নিয়ম ১০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এ সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে সব এয়ারলাইনকে পাঠিয়েছে।
মেনিনজাইটিস: সতর্কতার প্রয়োজনীয়তা
মেনিনজাইটিস রোগ ব্যাকটেরিয়া, ভাইরাস বা অন্যান্য জীবাণুর মাধ্যমে ছড়ায়। এটি হাঁচি-কাশি এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে দ্রুত সংক্রমিত হতে পারে।
অন্যান্য টিকার প্রয়োজনীয়তা
কিছু দেশের যাত্রীদের জন্য অন্যান্য টিকাও বাধ্যতামূলক করা হয়েছে। উদাহরণস্বরূপ:
পোলিও টিকা: পাকিস্তান, নাইজেরিয়া এবং আফগানিস্তানের যাত্রীদের জন্য।
পীতজ্বর টিকা: অ্যাঙ্গোলা, কঙ্গো, ব্রাজিল এবং নাইজেরিয়ার যাত্রীদের জন্য।
করোনা ও ইনফ্লুয়েঞ্জা টিকা: ওমরাহ যাত্রীদের এই টিকাগুলো নেওয়ার জন্য উৎসাহিত করা হয়েছে।
এদিকে, পার্শ্ববর্তী দেশ চীনে আতঙ্ক ছড়ানো হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) বাংলাদেশেও শনাক্ত হয়েছে। এটি জনস্বাস্থ্যের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে।
সতর্কতা অবলম্বন ও স্বাস্থ্যবিধি মেনে চলা এ মুহূর্তে অত্যন্ত জরুরি বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
