বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গত ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে ইসলামি দলগুলোর সঙ্গে ঐক্য গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) বরিশাল মহানগরের কর্মী সম্মেলনে তার অংশগ্রহণের কথা রয়েছে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সম্মেলনে যোগদানের আগে ডা. শফিকুর রহমান চরমোনাইয়ের প্রখ্যাত মাদরাসা পরিদর্শন করবেন। সকাল ১১টায় তিনি সেখানে উপস্থিত হবেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম এবং শায়েখে চরমোনাই মুফতি ফয়জুল করিমের সঙ্গে সাক্ষাৎ করবেন।
জোহরের নামাজ আদায় করবেন চরমোনাইয়ের মসজিদ আল-কারিমে। এরপর মধ্যাহ্নভোজ শেষে বরিশাল মহানগরের কর্মী সম্মেলনের উদ্দেশ্যে রওনা দেবেন।
জামায়াতে ইসলামীর সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের ঐক্য গঠনের বিষয়ে শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম মন্তব্য করেন, “আমরা জামায়াতে ইসলামীর উদ্যোগের আগেই এ ধরনের ঐক্যের লক্ষ্যে কাজ শুরু করেছি। এই প্রচেষ্টা সামগ্রিক ইসলামি ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
জানা গেছে, বরিশাল কর্মী সম্মেলনে প্রায় পাঁচ লাখ মানুষের সমাগম আশা করা হচ্ছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
উল্লেখ্য, এই কর্মী সম্মেলন জামায়াতে ইসলামীর ভবিষ্যৎ রাজনৈতিক কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠবে বলে মনে করছেন দলটির নেতৃবৃন্দ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
