আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনারের মামলায় জাতীয় দলের ক্রিকেটার এবং সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
রবিবার ঢাকার অতিরিক্ত মহানগর ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এই পরোয়ানা জারি করেন। মামলার অন্যান্য আসামিরা হলেন- সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গাজী শাহাগীর হোসেন, প্রতিষ্ঠানটির পরিচালক ইমদাদুল হক এবং মালাইকা বেগম।
২০২২ সালের ১৫ ডিসেম্বর আইএফআইসি ব্যাংকের পক্ষে শাহিবুর রহমান বাদী হয়ে এই মামলাটি করেন। মামলায় অভিযোগ করা হয়, সাকিবের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম লিমিটেড ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ গ্রহণ করে। ঋণ পরিশোধের জন্য প্রতিষ্ঠানটি দুটি চেক ইস্যু করে।
তবে চেকগুলো ব্যাংকে জমা দিলে পর্যাপ্ত অর্থ না থাকায় তা ডিজঅনার হয়। দুই চেকের মোট অর্থের পরিমাণ প্রায় চার কোটি পনেরো লাখ টাকা।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণের পর আসামিদের হাজির হতে সমন জারি করেছিল। কিন্তু রবিবার সাকিবসহ অন্য আসামিরা আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আইনি প্রক্রিয়ার পরবর্তী ধাপের জন্য এখন সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম শুরু হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
