চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ও স্থানীয় ভারতীয়রা অনুপ্রবেশ করে বাংলাদেশের আম গাছ কাটার চেষ্টা চালায়। এ সময় সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) ও স্থানীয় জনসাধারণ তাদের প্রতিহত করে। এ ঘটনার জেরে দুই দেশের সীমান্তে উত্তেজনার সৃষ্টি হয় এবং বেশ কয়েকজন আহত হন।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, বিএসএফ ও প্রায় শতাধিক ভারতীয় নাগরিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ অংশে প্রবেশ করে এবং ১২ থেকে ১৫টি আম গাছ কেটে ফেলে। এ অবস্থায় বিজিবি মাইকিং করে স্থানীয়দের সহায়তার আহ্বান জানালে এলাকাবাসী দ্রুত সেখানে উপস্থিত হন।
স্থানীয়দের সাথে বিজিবির সম্মিলিত প্রতিরোধে ভারতীয়রা পিছু হটতে বাধ্য হয়। তবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, যখন বিএসএফ সদস্যরা সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে এবং ভারতীয়রা পাথর ছুঁড়ে মারে। এতে বেশ কয়েকজন বাংলাদেশি আহত হন। আহতদের মধ্যে ঝাইটন আলীর ছেলে আসমাউল (১৮) এবং বাবু (২৬) নামের দুইজনের পরিচয় নিশ্চিত করা গেছে।
বিকেল ৪টায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, পতাকা বৈঠকে বিএসএফ গাছ কাটার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানায়। এছাড়া দুই পক্ষই সীমান্তে শান্তি বজায় রাখতে একমত হয়।
বিনোদপুর ইউনিয়নের বাসিন্দা হাবিবুর রহমান জানান, “বিজিবির মাইকিং শুনে আমরা দ্রুত তাদের সহযোগিতা করতে ছুটে আসি। ভারতীয়রা সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও পাথর নিক্ষেপ করে। পাল্টা ধাওয়ার মুখে তারা কাটা গাছ ফেলে পালিয়ে যায়।”
বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপ এবং স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে।
এ ঘটনার পর সীমান্তে আরও সতর্কতা বাড়ানো হয়েছে এবং বিজিবি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
