সৌদি আরবের মক্কায় নকল সোনার বার দিয়ে প্রতারণার অভিযোগে ১০ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা সবাই পাকিস্তানের নাগরিক। এ বিষয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, এই চক্রটি প্রথমে আসল সোনার বার দেখিয়ে ভুক্তভোগীদের বিশ্বাস অর্জন করত। পরে বড় অঙ্কের অর্থের বিনিময়ে নকল সোনার বার বিক্রি করে তাদের প্রতারণার ফাঁদে ফেলে।
স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, এই চক্রটি অন্তত ৩১টি প্রতারণার ঘটনায় জড়িত এবং প্রায় ৩০ লাখ রিয়াল ভুক্তভোগীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে।
গ্রেপ্তারের সময় অভিযুক্তদের কাছ থেকে ১০টি আসল সোনার বার উদ্ধার করা হয়েছে। মক্কা পুলিশ জানিয়েছে, এই প্রতারণা চক্রের বিরুদ্ধে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। অপরাধীদের কঠোর শাস্তির মুখোমুখি করার প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এই ঘটনা সৌদি আরবে প্রবাসীদের সতর্কতার প্রয়োজনীয়তা আরও একবার সামনে এনেছে। প্রতারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে অপরাধ নির্মূলের লক্ষ্যে সক্রিয় রয়েছে দেশটির প্রশাসন।
আরও দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
