চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে আমগাছের ডাল কাটাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) শূন্যরেখায় উভয় দেশের নাগরিকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন বাংলাদেশি আহত হয়েছেন, তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
স্থানীয়দের মতে, শনিবার সকালে ভারতের কয়েকজন নাগরিক শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের অংশে ঢুকে আমগাছের ডাল কাটতে শুরু করে। এ সময় বাংলাদেশের স্থানীয় বাসিন্দারা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুই দেশের নাগরিকরা সংঘবদ্ধ হয়ে শূন্যরেখার কাছে অবস্থান নেয়।
পরিস্থিতি আরও উত্তপ্ত হলে কয়েক দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ভারতীয় নাগরিকদের ছোড়া পাথরের আঘাতে কয়েকজন বাংলাদেশি আহত হন।
স্থানীয়দের দাবি, ভারতীয় নাগরিকরা পাথর নিক্ষেপের পাশাপাশি ইটপাটকেল ও ককটেল বিস্ফোরণ ঘটায়। দুপুর পর্যন্ত কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে।
চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। দুই পক্ষকে সীমান্ত থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি কাজ করছে।
এর আগে, চলতি মাসের শুরুতে ৫ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত চৌকা সীমান্তে টানা চার দিন উত্তেজনা বিরাজ করেছিল। আন্তর্জাতিক আইন ভঙ্গ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) স্থানীয়দের সহায়তায় কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে এই পরিস্থিতি তৈরি হয়। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে বিএসএফ সেই কাজ বন্ধ করতে বাধ্য হয়।
এই ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্ত এলাকায় শান্তি ও সুশৃঙ্খলা বজায় রাখতে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ নেয়া জরুরি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
