ইসরায়েলের সঙ্গে কখনোই আপোষ না করবে না ওমান। বরং ওমান বরাবরের মতো ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের প্রতি সমর্থন জানাবে। পাশাপাশি অদূর ভবিষ্যতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ বিন হামুদ আল বুসাঈদি।
লন্ডন ভিত্তিক আশার্ক আল-আওসাত পত্রিকাকে শনিবার (১০-জুলাই) দেওয়া এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন। এ সময় দুই রাষ্ট্র ভিত্তিক সমাধান সূত্রের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, এটিই সবচেয়ে ভালো সমাধান এবং আন্তর্জাতিক সমাজ দুই রাষ্ট্র ভিত্তিক সমাধানের পক্ষে।
সুলতান কাবুস কুইজের ফলাফলঃ https://old.probashtime.net/sq/
সাক্ষাতকারে তিনি ইয়েমেন প্রসঙ্গে বলেন, ইয়েমেনের সব পক্ষের কাছে গ্রহণযোগ্য পরিকল্পনাকেই কেবল ওমান সমর্থন জানাবে। সিরিয়াকে আরব লীগের সদস্যপদ ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান আলবুসাঈদি। আঞ্চলিক ইস্যুতে ইরানের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ইরান সব সময় এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।
পারস্য উপসাগরীয় দেশগুলোর বিভিন্ন সূত্রের বরাত দিয়ে কোনো কোনো গণমাধ্যম জানিয়েছে, ওমানের সুলতান হাইথাম বিন তারেকের এবারের সৌদি সফরে ইয়েমেন পরিস্থিতি এবং তেহরান-রিয়াদ আলোচনার ফলাফলসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন ওমানের সুলতান। উল্লেখ্যঃ প্রথমবারের মতো ২ দিনের রাষ্ট্রীয় সফরে রবিবার (১১-জুলাই) নিজের মন্ত্রি পরিষদের সদস্যদের নিয়ে সৌদি সফরে গেছেন ওমানের সুলতান হাইথাম বিন তারেক। সূত্র: পার্স টুডে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
