বাহরাইনের ন্যাশনালিটি পাসপোর্টস অ্যান্ড রেসিডেন্সি অ্যাফেয়ার্স (এনপিআরএ) ১০ হাজারেরও বেশি গোল্ডেন রেসিডেন্সি ভিসা অনুমোদন করেছে। বিশেষ এই ভিসা সুবিধা পেয়েছেন ৯৯টি দেশের নাগরিকরা।
অ্যারাবিয়ান বিজনেসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বাহরাইনের অর্থনৈতিক উন্নয়ন ও দক্ষ মেধাবীদের আকর্ষণ করার প্রচেষ্টার অংশ হিসেবে এই রেসিডেন্সি ভিসা প্রদান করা হয়েছে।
কে পেতে পারে এই ভিসা?
গোল্ডেন রেসিডেন্সি ভিসার সুবিধাভোগীদের মধ্যে রয়েছেন:
শিল্পী ও ক্রীড়াবিদসহ দীর্ঘ সময় ধরে বাহরাইনে বসবাসরত পেশাজীবী ও তাদের পরিবার।
সম্পত্তির মালিকানা থাকা ব্যক্তি।
বিভিন্ন ক্ষেত্রের দক্ষ পেশাজীবী।
ভিসার জন্য নির্ধারিত যোগ্যতার শর্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো:
বাহরাইনে টানা পাঁচ বছরের বেশি সময় ধরে বসবাস।
মাসিক ন্যূনতম আয় ২ হাজার বাহরাইনি দিনার (৫,৩০০ মার্কিন ডলার)।
সম্পত্তির মালিকানার ক্ষেত্রে ন্যূনতম ২ লাখ দিনার (৫,৩১,০০০ মার্কিন ডলার) মূল্যের সম্পত্তি থাকা।
অবসরপ্রাপ্তদের জন্য ন্যূনতম মাসিক আয় ৪ হাজার দিনার (১০,৬০০ মার্কিন ডলার)।
সম্প্রতি ‘গেটওয়ে গালফ ২০২৪’ শীর্ষক এক ফোরামের মাধ্যমে গোল্ডেন রেসিডেন্সি ভিসার বিষয়ে বিস্তারিত ঘোষণা দেওয়া হয়। উপসাগরীয় অঞ্চলের বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আয়োজিত এই ফোরামে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও নির্বাহীরা।
ফোরামে বাহরাইনের ‘ইকোনমিক ভিশন ২০৩০’ বাস্তবায়নের পরিকল্পনার কথা তুলে ধরা হয়। এর অংশ হিসেবে আবাসিক পরিষেবার ডিজিটাল রূপান্তরে কাজ করছে দেশটি।
গোল্ডেন রেসিডেন্সি ভিসা আবেদন সহজ করার জন্য বাহরাইন সরকার একটি বিশেষ ওয়েবসাইট চালু করেছে। সেখানে প্রবাসীরা বিস্তারিত তথ্য পেতে এবং আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
এই উদ্যোগ বাহরাইনের বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির পাশাপাশি দক্ষ মেধাবীদের জন্য বিশেষ আকর্ষণ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
