পবিত্র রমজান মাসের শুরু হতে আর মাত্র দুই মাসও বাকি নেই। মুসলিম বিশ্বের সবচেয়ে পবিত্র এই মাসকে স্বাগত জানাতে ইতোমধ্যেই মুসলমানরা প্রস্তুতি নেওয়া শুরু করেছেন।
রমজান মাসকে ঘিরে বিশেষ পরিকল্পনা ও আয়োজন শুরু করেছে বিশ্বের বিভিন্ন মুসলিমপ্রধান দেশ। প্রতিটি দেশই তাদের নিজস্ব ক্যালেন্ডার অনুযায়ী সম্ভাব্য তারিখ নির্ধারণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। এ ধারাবাহিকতায় ওমান ইতোমধ্যে সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে।
রমজান মাস মুসলমানদের জন্য সংযম, ইবাদত ও আত্মশুদ্ধির মাস। এ সময় বিশ্বজুড়ে মুসলমানরা রোজা পালন করে থাকেন এবং আল্লাহর নৈকট্য লাভে মনোনিবেশ করেন।
প্রস্তুতি হিসেবে অনেক দেশেই এখন খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ বৃদ্ধির পাশাপাশি সামাজিক সেবামূলক কার্যক্রমের প্রস্তুতি চলছে।
রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে সঠিক তারিখ নির্ধারণ করা হবে। তবে প্রত্যাশা করা হচ্ছে, এই বছরের রমজান মাস আগামী দুই মাসের মধ্যেই শুরু হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
