উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আল আমিন সরকারকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।
সোমবার (০৬ জানুয়ারি) হযরত শাহ জালাল আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে গ্রেপ্তার করা হয়। তিনি এসময় ঢাকা থেকে চীনে যাচ্ছিলেন। আল আমিন সরকার আওয়ামী লীগের মনোনয়নে পর দুই বার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান, আওয়ামী লীগ নেতা আল আমিন সরকার সোমবার ঢাকা থেকে চীনে যাচ্ছিলেন। হযরত শাহ জালাল আর্ন্তজাতিক বিমান ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তা করে উল্লাপাড়া মডেল থানায় সোর্প করে। আল আমিনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা রয়েছে।
তাকে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
