জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের কেন্দ্রীয় সার্ভারে কারিগরি ত্রুটির কারণে দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে এনআইডি নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) থেকে এই সেবা সাময়িকভাবে স্থগিত থাকবে বলে জানিয়েছে কনস্যুলেট।
এক জরুরি বিজ্ঞপ্তিতে কনস্যুলেট কর্তৃপক্ষ জানায়, কারিগরি ত্রুটির কারণে এনআইডি নিবন্ধন কার্যক্রম বন্ধ রাখতে হচ্ছে। সমস্যাটি সমাধান হলে পুনরায় কার্যক্রম শুরু করা হবে এবং এই বিষয়ে একটি নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে সেবা প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
কনস্যুলেট জেনারেল সেবা প্রার্থীদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে সবার সহযোগিতা ও ধৈর্য কামনা করেছে।
উল্লেখ্য, প্রবাসী বাংলাদেশিদের জন্য এনআইডি নিবন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেবা। দ্রুত এই সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে বলে জানা গেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
