বেশ কিছুদিন ধরে আফ্রিকার সোয়াজিল্যান্ডে চলছে রাজতন্ত্র বিরোধী আন্দোলন। এই আন্দোলন এরইমধ্যে চরম সহিংসতায় রূপ নিয়েছে। ইতোমধ্যে কয়েক হাজার বিদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান লুট করে জ্বালিয়ে দিয়েছে স্থানীয়রা। এতে করে কয়েকশ বাংলাদেশি দোকান হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। পরিবার নিয়ে অবরুদ্ধ হয়ে আছেন প্রবাসীরা।
এখন পর্যন্ত দেশটিতে নিরাপত্তা বাহিনীর গুলিতে ২১ জন আন্দোলনকারী প্রাণ হারিয়েছেন। সময়ে সময়ে বন্ধ থাকছে মোবাইল ইন্টারনেট। নতুন নতুন অঞ্চলে জারি করা হচ্ছে কারফিউ। আফ্রিকার এই দেশটিতে সপ্তাহ ধরে চলা এই ভয়াবহ আন্দোলনে অবরুদ্ধ অবস্থার মধ্যে খাদ্য সঙ্কটে পড়েছেন বেশির ভাগ বাংলাদেশি পরিবারগুলো। কর্তৃপক্ষের সময়ে সময়ে ইন্টারনেট বন্ধ ও ধীর গতির কারণে স্বজনদের সঙ্গে যোগাযোগের সুযোগও ক্ষীণ হয়ে আসছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ও দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াস্থ দূতাবাস থেকে কার্যকরী ব্যবস্থার মাধ্যমে দ্রুত উদ্ধার ও মানবিক সহযোগিতা কামনা করেছেন সোয়াজিল্যান্ড প্রবাসী পরিবারগুলো।
সুলতান কাবুস কুইজের ফলাফল দেখুন এই লিংকেঃ http://old.probashtime.net/sultan-khabus/
সোয়াজিল্যান্ডে বসবাসরত প্রবাসীরা জানান,‘‘এরকম ধ্বংসাত্মক পরিস্থিতি এর আগে সোয়াজিল্যান্ডে কেউ দেখেনি। হঠাৎ করে কয়েকদিনের মধ্যে সবকিছু শেষ হয়ে যাবে এটা কেউ ভাবতেই পারেনি। এই ঘটনায় বাংলাদেশিদের বহু দোকান একেবারে লুটপাট করে আগুন জ্বালিয়ে নিশ্চিহ্ন করে দিয়েছে তারা। এরকম হিংসাত্মক তৎপরতায় প্রবাসীরা কোটি কোটি টাকা ক্ষতির মুখে পড়েছেন এবং ভবিষ্যৎ নিয়ে চরম হতাশা ও আতঙ্কে দিন যাপন করছেন।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
