বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের বিদায়ী রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ইসা আল দুহাইলান অভিযোগ করেছেন যে, বিগত শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার বিশ্বের অন্যতম বৃহৎ তেল কোম্পানি আরামকোকে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ দেয়নি।
রোববার (৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘সৌদি-বাংলাদেশ অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি : প্রবণতা, মূল চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদী সম্ভাবনা’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে রাষ্ট্রদূত এই অভিযোগ তোলেন।
রাষ্ট্রদূত আল দুহাইলান বলেন, আরামকো একাধিকবার বাংলাদেশে বিনিয়োগ করতে চাইলেও তাদের স্বাগত জানানো হয়নি। তিনি আরও অভিযোগ করেন যে, বাংলাদেশে কিছু ব্যক্তি নিজেদের স্বার্থে বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে।

সৌদি আরবের বর্তমান অর্থনৈতিক উন্নয়নের চিত্র তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, গত ১০ বছরে সৌদি আরবের অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। বর্তমানে অ্যাপল, আইবিএম-এর মতো প্রায় ৪৫০টি বৃহৎ আন্তর্জাতিক কোম্পানি সৌদি আরবে কাজ করছে।
তিনি জানান, সৌদি আরব বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে আগ্রহী এবং সৌদি কোম্পানিগুলোকে বাংলাদেশে আমন্ত্রণ জানানো হবে।
রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বহুস্তরের সম্পর্ক বিদ্যমান। উভয় দেশ একে অপরের বিষয়ে সর্বদা সহযোগিতামূলক মনোভাব দেখিয়েছে। বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি, পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতার সুযোগ রয়েছে।

তবে, দুই দেশের মধ্যে বর্তমান বিনিয়োগ পরিস্থিতি নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন। ২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ করবে উল্লেখ করে তিনি বলেন, সৌদি আরব সবসময় বাংলাদেশের পাশে থাকবে।
বর্তমানে প্রায় ৩০ লক্ষ বাংলাদেশী কর্মী সৌদি আরবে কর্মরত আছেন এবং সৌদি আরব বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি আরও বৃহত্তর পরিসরে বহুমুখী সম্পর্ক গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















