টানা দুই বছরের উল্লম্ফনের পর গত বছর বাংলাদেশের বিদেশে কর্মসংস্থান খাতে কিছুটা ধাক্কা লেগেছে।
ওমানের মতো বড় শ্রমবাজারে কর্মী নিয়োগ বন্ধ হয়ে যাওয়া এবং মালয়েশিয়া ও আমিরাতের শ্রমবাজার হারানোর ফলে গত বছর প্রায় তিন লাখ কর্মী বিদেশে কাজের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।
এ বছরও এই সংখ্যা আরও কমার আশঙ্কা রয়েছে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। বিদেশি বাজারের এই সংকোচনের ফলে কর্মসংস্থানের সুযোগ সঙ্কুচিত হলেও বাংলাদেশের জন্য আশার আলো দেখা যাচ্ছে প্রবাসী আয়ে।
বিশ্লেষকরা বলছেন, বিদেশে কর্মী সংখ্যা কমলেও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ গত বছর উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রবাসী আয়ের এই উল্লম্ফন দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তবে নতুন বাজার খুঁজে বের করা এবং বিদ্যমান বাজার পুনরুদ্ধারের ওপর জোর দিতে হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
একইসঙ্গে বিদেশি কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি এবং দক্ষ কর্মী তৈরি করার মাধ্যমে এই সংকট উত্তরণ সম্ভব বলে বিশেষজ্ঞদের অভিমত।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
