ফিলিস্তিনের মসজিদুল আকসার ইমাম আল্লামা শায়েখ ড. আলী ওমর ইয়াকুব আব্বাসী আগামীকাল শুক্রবার (৩ জানুয়ারি) বাংলাদেশে আসছেন। তিনি আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে বা’দ জুমা বাইতুল মোকাররম মসজিদের পূর্ব চত্বরে যোগদান করবেন।
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের উদ্যোগে আজ রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন’ উপলক্ষে লিফলেট বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
বিজ্ঞপ্তিতে সংগঠনের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, আগামীকাল অনুষ্ঠিতব্য মহাসম্মেলন দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে তাহাফফুজে খতমে নবুওয়তের নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব এবং দ্বিতীয় পর্বে ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা শায়েখ সাজিদুর রহমান সভাপতিত্ব করবেন।
মহাসম্মেলনে প্রধান অতিথি থাকবেন ফিলিস্তিনের মসজিদুল আকসার ইমাম আল্লামা শায়েখ ড. আলী ওমর ইয়াকুব আব্বাসী। এছাড়া দেশ বরেণ্য উলামায়ে কেরাম এতে বক্তব্য প্রদান করবেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
