ওমানের সোহর এলাকায় নাগরিক ও বাসিন্দাদের রাত ৮ টার পর থেকে ভোর ৪ টা পর্যন্ত লকডাউনের সকল নিয়ম মেনে চলার জন্য কঠোর নির্দেশ দিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। লকডাউন চলাকালীন কোনো ব্যক্তি ও যানবাহন চলাচল করার অনুমতি পাবে না। একইসাথে করোনা প্রতিরোধে সুপ্রিম কমিটির সকল স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
কুইজের ফলাফল দেখুন এই লিংকেঃ https://old.probashtime.net/quiz-sultan/
দেশটিতে ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে করোনা সংক্রমণের মাত্রা। তাই এই সংক্রমণ প্রতিরোধে এই ধরণের কঠোর সিদ্ধান্ত নিয়েছে সোহর কর্তৃপক্ষ। গত বুধবার সোহরে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭৯ জন এবং মারা গিয়েছেন ২১৫ জন। পৌর এলাকায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ৩১ জন এবং মৃতের সংখ্যা দাঁড়ালো ২১৫ জন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
