মুহাইমিনুল ইসলাম নামে এক সৌদি প্রবাসী দেশে ফেরার পথে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিখোঁজ হয়েছেন। ১৯ ডিসেম্বর থেকে ওই প্রবাসী নিখোঁজ রয়েছেন।
এ ঘটনায় উৎকন্ঠায় দিন পার করছেন তার পরিবার। নিখোঁজ প্রবাসী মুহাইমিনুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের টাঙ্গার পাড়া এলাকার আকরাম খানের ছেলে। তার স্ত্রীসহ একটি কন্যা সন্তান রয়েছে।
নিখোঁজ মুহাইমিনুল ইসলামের বাবা আকরাম খান বলেন, মুহাইমিনুল বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছায়। সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া বাড়ির উদ্দেশ্যে আসার কথা ছিল।
তবে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি জানান, ছেলেকে অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান পাননি। এনিয়ে পরিবার দুশ্চিন্তায় দিন পার করছে।
এ ঘটনায় ঢাকা বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে তার পেলে 01601565050 নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
