আগামী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৩০ ডিসেম্বর) ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
খসড়া তালিকা ২ জানুয়ারি, চূড়ান্ত তালিকা ২ মার্চ
অতিরিক্ত সচিব জানান, ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এই তালিকা সবার জন্য উন্মুক্ত থাকবে, যেখানে নাগরিকরা তাদের নাম এবং তথ্য যাচাই করতে পারবেন। কেউ বাদ পড়লে দাবি-আপত্তির সুযোগ থাকছে। এসব নিষ্পত্তি শেষে আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
প্রস্তুতি সম্পন্ন, প্রশিক্ষণ শেষ হবে ৫ জানুয়ারির মধ্যে
আলী নেওয়াজ বলেন, “আমরা ২০২৫ সালের জানুয়ারির দ্বিতীয়ার্ধে এই কার্যক্রম শুরু করতে প্রস্তুত। এরই মধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ৫ জানুয়ারির মধ্যে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমও শেষ হবে।”
২০২৫ ও ২০২৬ সালের ভোটার অন্তর্ভুক্তি
তিনি জানান, “এবার শুধু ২০২৫ সালের ভোটার তথ্যই সংগ্রহ করা হবে না। একইসঙ্গে ২০২৬ সালের ১ জানুয়ারিতে যারা ১৮ বছর পূর্ণ করবেন, তাদের তথ্যও সংরক্ষণ করা হবে। তবে তারা ২০২৫ সালের নির্বাচনে ভোটার হিসেবে বিবেচিত হবেন না। তাদের নাম ২০২৬ সালের চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে।”
সঠিক তথ্য প্রদানে সহযোগিতার আহ্বান
তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। সচিব আহ্বান জানিয়েছেন, “তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন। এটি একটি গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব।”
নির্বাচন কমিশনের এই কার্যক্রম ভোটার তালিকায় সবার অন্তর্ভুক্তি নিশ্চিত করার পাশাপাশি সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
