সিলেটের গোলাপগঞ্জে এক ওয়াজ মাহফিলে নিলামে মাত্র একটি কমলা বিক্রি হয়েছে দুই লাখ টাকায়। প্রবাসে বসবাসরত এক ব্যক্তি মাদরাসার উন্নয়ন কাজে সহায়তা করতে এই বিশাল অঙ্কের অর্থ ব্যয় করেন। এ ঘটনা নিয়ে সিলেটসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) রাতে গোলাপগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ঘোগারকুল ইসলামিয়া মহিলা মাদরাসায় অনুষ্ঠিত বাৎসরিক ওয়াজ মাহফিলে এই ঘটনা ঘটে। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের প্রখ্যাত ধর্মীয় ব্যক্তিত্ব আওলাদে রাসুল সায়্যিদ আছজাদ আল মাদানী (রহ.)।
মাদরাসার শিক্ষক মাওলানা ফরিদ উদ্দিন মাহফিলের অতিথি সায়্যিদ আছজাদ আল মাদানী (রহ.)-কে আপ্যায়নের জন্য একটি কমলা ও আপেল প্রদান করেন। তবে সায়্যিদ মাদানী (রহ.) কমলাটি খাওয়ার পরিবর্তে নিলামে তোলার সিদ্ধান্ত নেন।
নিলাম শুরু হয় মাত্র পাঁচ হাজার টাকায়। প্রায় ২৫ মিনিট ধরে চলা এই নিলামে শেষ পর্যন্ত দুই লাখ টাকায় কমলাটি কিনে নেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাসরত গোলাপগঞ্জের সন্তান এবং জামিয়াতুল উলুম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হাফিজ ইয়ামিন।
সদ্য সাবেক ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহেদ আহমদ জানিয়েছেন, নিলামে ওঠা এই দুই লাখ টাকার পুরোটা মাদরাসার উন্নয়ন কর্মকাণ্ডে ব্যয় করা হবে। তিনি আরও জানান, “অতিথি হিসেবে উপস্থিত সায়্যিদ মাদানী (রহ.)-এর এই উদ্যোগটি সবার মধ্যে উদ্দীপনা ও অনুপ্রেরণা সৃষ্টি করেছে।”
সিলেট একসময় কমলার জন্য প্রসিদ্ধ ছিল। তবে এই এক কমলার নিলাম মাদরাসার কল্যাণমূলক কাজে নতুন নজির স্থাপন করেছে, যা দীর্ঘদিন মানুষের মনে জায়গা করে থাকবে।
এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় মহলে ইতিমধ্যেই ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। প্রবাসী মাওলানা হাফিজ ইয়ামিনের এই মহৎ উদ্যোগ সিলেটবাসীর গর্বের কারণ হয়ে উঠেছে।
আরও দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
