থাইল্যান্ডে ছয় মাস ধরে নিখোঁজ থাকা বাংলাদেশি যুবক আবু আল-কাসিমকে ব্যাংককের একটি হোটেল থেকে উদ্ধার করেছে দেশটির অভিবাসন পুলিশ।
৩০ বছর বয়সী এই যুবককে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দক্ষিণ-পূর্ব ব্যাংককের একটি হোটেলের নয়তলার কক্ষে এক থাই নারীর সঙ্গে অবস্থানরত অবস্থায় পাওয়া যায়।
পুলিশ জানিয়েছে, ওই কক্ষে তল্লাশি চালিয়ে প্রায় ২ গ্রাম নিষিদ্ধ মাদক ক্রিস্টাল মেথামফেটামিন জব্দ করা হয়। এর পরই তাকে গ্রেপ্তার করা হয়।
আবু আল-কাসিম চলতি বছরের মে মাসে থাইল্যান্ডে প্রবেশ করার পর থেকেই পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন। তার ট্যুরিস্ট ভিসার মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে।
থাইল্যান্ডের অভিবাসন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও থাইল্যান্ডে অবস্থান এবং নিষিদ্ধ মাদকদ্রব্য রাখার অভিযোগে আবু আল-কাসিমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। দেশটির আইন অনুযায়ী, তার বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
