নড়াইলের লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় মো. ইমানুর রহমান (৪০) নামে এক মালয়েশিয়া প্রবাসী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লোহাগড়া-লাহুড়িয়া সড়কের বাতাসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ইমানুর লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের ফায়েক উদ্দিন শেখের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় লাহুড়িয়া থেকে লোহাগড়াগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান মোটরসাইকেল আরোহী ইমানুর রহমান।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
