ভারতের দিল্লি ও মেঘালয় রাজ্যে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ১৮ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, সোমবার (২৩ ডিসেম্বর) এবং মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুই দিনে এই গ্রেফতার কার্যক্রম পরিচালিত হয়। ত্রিপুরার অনলাইন সংবাদমাধ্যম “জাগরণ” এ খবরটি প্রকাশ করেছে।
মঙ্গলবার দিল্লিতে একটি হত্যাকাণ্ডের তদন্ত চলাকালে পুলিশ অবৈধ অনুপ্রবেশকারীদের অবস্থান শনাক্ত করে। অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করা হয়, যাদের মধ্যে ৫ জন বাংলাদেশি। তাদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ আনা হয়েছে।
একই দিনে মেঘালয়ের পূর্ব খাসিয়া জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ৩ জন বাংলাদেশি নাগরিককে আটক করে বিএসএফ। এ সময় তাদের সঙ্গে দুইজন ভারতীয় দালালকেও গ্রেফতার করা হয়।
এর এক দিন আগে, সোমবার, একই অঞ্চলে আরও ১০ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে বিএসএফ। তাদের কাছ থেকে ১০ লাখ টাকার চিনি এবং মাদক উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।
এই ঘটনা সীমান্তে নিরাপত্তা এবং অনুপ্রবেশ নিয়ে নতুন করে প্রশ্ন তুলে ধরেছে। ভারতের আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নিয়ে আরও তদন্ত চালিয়ে যাচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
