সচিবালয়ে আগুন লাগার ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে এ তদন্ত কমিটি করার নির্দেশ দেয়া হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন এ কমিটিতে।
বৃহস্পতিবার সকাল ৯টা দিকে বিফ্রিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এ তথ্য নিশ্চিত করেন।
এরআগে পাঁচ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের ২১১ সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন।
সকাল ৮টা ৫ মিনিটের দিকে আগুণ পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।
ফায়ার সার্ভিস ও সিভিল সার্ভিস ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহিদ কামাল বলেন, ৬, ৭, ৮, ৯ এই চারটি তলায় আগুন ধরেছে। কী কারণে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হওয়া যায়নি।
এরআগে মধ্যরাত দেড়টার দিকে সচিবালয়ের ৭ নম্বর ভবনের অষ্টম তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার স্টেশন হেড অফিস। তাৎক্ষণিকভাবে আশেপাশের ফায়ার স্টেশনগুলো থেকে দ্রুত একের পর এক ইউনিট যোগ দেয় আগুন নেভানোর কাজে। প্রাথমিকভাবে সচিবালয়ে অবস্থিত স্টেশন থেকে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ শুরু করে।
জানা গেছে সচিবালয়ের ৭ নম্বর ভবনে অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের অফিস রয়েছে।
এদিকে সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ গেটসহ সচিবালয়ের চারপাশে বিপুল সংখ্যক পুলিশ সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারিনি ফায়ার সার্ভিস।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
