ভারতের বৃহত্তম বেসরকারি বিমান রক্ষণাবেক্ষণ ও মেরামত (এমআরও) কোম্পানি এয়ার ওয়ার্কসের সিংহভাগ শেয়ার কিনে নিচ্ছে আদানি ডিফেন্স সিস্টেমস অ্যান্ড টেকনোলজিস লিমিটেড (এডিএসটিএল)। সোমবার এ লক্ষ্যে চুক্তিও সই হয়েছে বলে জানিয়েছে আদানি গোষ্ঠী। এর মধ্যদিয়ে বিমান রক্ষণাবেক্ষণ ও মেরামতের ব্যবসায় প্রবেশ করছে ভারতের আদানি শিল্পগোষ্ঠী।
ভারতীয় মুদ্রায় এই অধিগ্রহণ চুক্তির অর্থমূল্য ৪০০ কোটি রুপি। চুক্তি অনুযায়ী, এয়ার ওয়ার্কসের ৮৫ দশমিক ৮ শতাংশ শেয়ার কিনে নিচ্ছে এডিএসটিএল। ভারতের ৩৫টি শহরে এয়ার ওয়ার্কসের ব্যবসা আছে। তাদের মোট কর্মীসংখ্যা ১ হাজার ৩০০-এর বেশি।
ফিক্সড-উইং বিমানের পাশাপাশি রোটারি-উইং বিমানের রক্ষণাবেক্ষণ ও সারাইয়ের কাজেও এয়ার ওয়ার্কসের পারদর্শিতা আছে বলে দ্য হিন্দুর সংবাদে বলা হয়েছে। এই অধিগ্রহণের মাধ্যমে সামরিক ও অসামরিক বিমান এমআরওর ক্ষেত্রে আদানি গোষ্ঠীর প্রবেশ ঘটল। একই সঙ্গে সুসংহত বিমান পরিষেবায় আদানিদের ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রেও এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞমহল।
আদানি এয়ারপোর্টসের পরিচালক জিৎ আদানি ভারতের বিমান পরিবহন খাতের রূপান্তর ও প্রবৃদ্ধিতে জোর দিয়েছেন। বিমান পরিবহনে ভারত এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম বাজার এবং আগামী কয়েক বছরে ভারতীয় সংস্থাগুলো দেড় হাজারের বেশি বিমান তাদের পরিষেবায় যোগ করবে। এয়ার ইন্ডিয়া বিপুল পরিমাণ বিমান কেনার কার্যাদেশ দিয়েছে। বোয়িং ও এয়ারবাস—উভয় কোম্পানির কাছ থেকেই তারা এসব বিমান কিনছে। তাদের লক্ষ্য বিমান পরিচালনায় মধ্যপ্রাচ্যের সংস্থাগুলোর সঙ্গে টেক্কা দেওয়া।
এ বাস্তবতায় জিৎ বলেন, ভারতের বিমান পরিবহন ক্ষেত্রের অবকাঠামো শক্তিশালী করতে আমরা এভিয়েশনে একটি সুসংহত পরিষেবাব্যবস্থা গড়ে তুলতে চাই। এই অধিগ্রহণ সে কাজে সহায়তা করবে।
এয়ার ওয়ার্কসের কাজ হলো বিমানের নিয়মিত রক্ষণাবেক্ষণ, বড় ধরনের পরীক্ষা, বিমানের ইলেকট্রনিকস সরঞ্জাম ঠিকমতো কাজ করছে কি না, তা দেখা। এ ছাড়া বিমান রং করা ও অন্দরসজ্জা বদলের কাজও করে তারা। ভারতীয় বিমান সংস্থাগুলোর পাশাপাশি অনেক আন্তর্জাতিক সংস্থাকেও পরিষেবা দেয় এয়ার ওয়ার্কস। এয়ার ওয়ার্কসের হোসুর, মুম্বাই ও কোচি কেন্দ্রে ন্যারোবডি (সরু) বিমান, টার্বোপ্রপ ও রোটারি বিমানের রক্ষণাবেক্ষণের ব্যবস্থা রয়েছে। বিশ্বের ২০টির বেশি দেশের বিমান পরিবহন নিয়ামক সংস্থার অনুমোদিত সংস্থা এয়ার ওয়ার্কস।
এয়ার ওয়ার্কস ভারতীয় নৌবাহিনীর পি-৮১ বিমান ও বিমানবাহিনীর ৭৩৭ ভিভিআইপি বিমানগুলোর প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজও করে থাকে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
