বাংলাদেশে গণহত্যার বিচারে দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, “ফ্যাসিস্ট ও খুনি হাসিনা দেশে ফিরবে কেবল ফাঁসির কাঠগড়ায় দাঁড়ানোর জন্য।”
সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত শহীদ আরাফাতের জানাজার আগে বক্তব্য রাখেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, “গণহত্যাকারীদের বিচার বাংলার মাটিতে নিশ্চিত করার ঘোষণা দিয়েই আমরা এক দফা আন্দোলন শুরু করেছি। আমরা আমাদের অবস্থান থেকে এক বিন্দু সরে আসিনি এবং বিচার অবশ্যই নিশ্চিত করব।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
