২১ ডিসেম্বর থেকে ওমানে আনুষ্ঠানিকভাবে শীতকাল শুরু হয়েছে। ইতোমধ্যেই দেশটির কিছু কিছু এলাকায় তীব্র ঠাণ্ডা অনুভূত হচ্ছে। সুইক, মাজইউনাহ, থামরাইতসহ কয়েকটি এলাকার তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রির নিচে।
এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুইকের তাপমাত্রা ছিলো মাত্র ২.৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া মাজইউনাতে ৭.১ ডিগ্রি, থামরাইতে ৭.৬ ডিগ্রি, হাইমা এবং ইয়াংকুলে ১০.৩, এবং সুনায়নায় ১০.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
গত কয়েকদিন ধরেই সৌদি-কুয়েতসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বিরল আবহাওয়া বিরাজ করছে। দেশগুলোতে যেখানে বছরের অধিকাংশ সময় প্রচণ্ড গরম থাকে, সেখানে তাপমাত্রা নেমে গেছে শূন্যের নিচে।
বর্তমানে সৌদি ও কুয়েতের একাধিক এলাকায় তাপমাত্রা বিরাজ করছে মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া কুয়েতে তুষারপাতের খবরও পাওয়া গেছে।
শীতকাল বিশেষত শৈত্যপ্রবাহ চলাকালে জরুরি প্রয়োজন ব্যতীত জনসাধারণকে বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ।
এছাড়া ঠান্ডা থেকে বাঁচতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং প্রশাসনের দেওয়া গাইডলাইন অনুসরণ করতেও বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
