বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হবে না, এমন আশ্বস্তবাণী দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার, বৃটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
বাংলাদেশে জঙ্গিবাদের ঝুঁকি সম্পর্কে এক প্রশ্নের উত্তরে ড. ইউনূস বলেন, “আমি নিশ্চিত করে বলতে পারি যে, বাংলাদেশে জঙ্গিবাদ কখনো মাথাচাড়া দেবে না। আমাদের তরুণরা ধর্মের প্রতি নিরপেক্ষ, এবং তারা নতুন, উদীয়মান বাংলাদেশ গড়ার পক্ষে। এ তরুণরা শুধু বাংলাদেশ নয়, পুরো পৃথিবীকে বদলে দেওয়ার সক্ষমতা রাখে। বাংলাদেশে ঘটে যাওয়া পরিবর্তন তা প্রমাণ করেছে, যে তরুণরা কতটা শক্তিশালী।”
সাক্ষাৎকারে ড. ইউনূস বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতি ও ক্ষমতাসীন সরকারের ব্যাপারে মন্তব্য করেন। বিশেষত, ২০২৪ সালের দ্য ইকোনমিস্ট এর বর্ষসেরা দেশ হিসেবে বাংলাদেশের স্থান পাওয়ার পর প্রধান উপদেষ্টার প্রতিক্রিয়া জানতে ইকোনমিস্ট এই সাক্ষাৎকারটি গ্রহণ করেছিল।
এছাড়া, ২০২৫ সালে নির্বাচন আয়োজনের পর তার পরবর্তী পদক্ষেপ কী হবে, এমন প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, “আমার আসল কাজ ছিল প্যারিসে, কিন্তু আমাকে এখানে নিয়ে আসা হয়েছে অন্য দায়িত্ব পালন করতে। আমি আমার আগের কাজগুলো উপভোগ করতাম, এবং সেগুলোতে ফিরে যেতে চাই। আমি সারা বিশ্বে যে কাজ করেছি, তা তরুণদের জন্য খুবই প্রেরণাদায়ী।”
ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, “আমাদের উচিত তরুণ-তরুণীদের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া, বিশেষত তরুণীদের। তারা বাংলাদেশে ঘটে যাওয়া পরিবর্তনে বড় ভূমিকা রেখেছে। তরুণদেরকে নিজেদের স্বপ্ন পূরণের সুযোগ দেওয়া উচিত। আমার ক্যাবিনেটে যারা তরুণ নেতৃত্ব দিচ্ছে, তাদের কাজ অত্যন্ত প্রশংসনীয়। তারা শুধুমাত্র গত শতাব্দীর তরুণ নয়, তারা এই শতাব্দীর, এবং তাদের সক্ষমতা অসীম।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
