ওমানে করোনা মহামারী শুরুর পর থেকে বর্তমান পরিস্থিতি সবচেয়ে বিপদজনক বলে মনে করছেন দেশটির সংক্রামক রোগ বিশেষজ্ঞরা। আজ (২২-জুন) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে নতুন আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩৭ জন এবং মৃতের সংখ্যা ৪১ জন। যা এখন পর্যন্ত দেশটিতে একদিনে মৃতের সর্বোচ্চ রেকর্ড।
আরো পড়ুনঃ ইসলামিক কুইজে অংশগ্রহণ করে জিতে নিন নগদ অর্থ পুরষ্কার!
রয়্যাল হাসপাতালের সংক্রামক রোগ বিভাগের পরামর্শদাতা ডাঃ জাকারিয়া আল বালুশি বলেন, ‘‘দেশের কোনো হাসপাতালে আইসিইউ বেড খালি নেই। এমনকি রয়্যাল হাসপাতালে করোনা ওয়ার্ড ও আইসিইউতে রোগীতে ভরপুর। এখানেও কোনো বেড খালি নেই। এতেই বুঝা যায় দেশে করোনা মহামারীটি কতোটা গুরুতর।
বালুশি আরো বলেন, “করোনা রোগীদের জন্য প্রতিদিন প্রচুর পরিমাণে অক্সিজেনের প্রয়োজন হচ্ছে। এই অবস্থায় আমাদের পর্যাপ্ত অক্সিজেনের সরবরাহ রাখতে হবে। কারণ বর্তমান পরিস্থিতি আগামী দিনে আরো খারাপ হতে পারে। তাই আমাদের উচিত করোনা সংক্রমণ রোধে সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা।

আজ সর্বশেষ আপডেট অনুযায়ী দেশটির আইসিইউতে গুরুতর অবস্থায় আছেন ৪৪৩ জন রোগী এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ১৫১৭ জন। যাদের অধিকাংশই শ্বাসকষ্টে ভুগছেন। বর্তমানে ওমানে যারা মারা যাচ্ছেন, তাদের অধিকাংশের বয়স ২০ থেকে ৪৫ বছর।
এক প্রতিবেদনে জানাগেছে, ওমানের হাসপাতালে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১৩৩ শতাংশ। এবং আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে ২২০ শতাংশ। হাঁসপাতালে কোনো বেড খালি না থাকায় নতুন করে ফিল্ড হাসপাতাল খোলা হচ্ছে। করোনার নতুন এই ধরন দ্রুত ছড়াচ্ছে এবং আক্রান্তদের ফুসফুস নষ্ট করে দিচ্ছে।
এদিকে আজ ওমানের ইতিহাসে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড করেছে। মঙ্গলবার (২২-জুন) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে আজ নতুন আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩৭ জন এবং মৃতের সংখ্যা ৪১ জন। যা এখন পর্যন্ত দেশটিতে একদিনে মৃতের সর্বোচ্চ রেকর্ড। গতকালের তুলনায় আজ আক্রান্ত ৪৯২ জন কমলেও মৃতের সংখ্যা বেড়েছে ১০ জন। যা দেশটির জন্যই খুবই উদ্বেগজনক।
মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুসারে এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫২ হাজার ৬০৯ জন। অপরদিকে মোট সুস্থতার সংখ্যা ২ লাখ ২১ হাজার ২৫০ জন। নতুন ৪১ জনের মৃত সহ মোট মৃতের সংখ্যা ২ হাজার ৭৮২ জন। বর্তমানে দেশটির সুস্থতার সূচক কমে দাঁড়িয়েছে ৮৭.৬ শতাংশে। দেশটির হাসপাতালের গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ২০৯ জন এবং আইসিইউতে মোট ভর্তি রোগীর সংখ্যা ৪৪৩ জন।
এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ১৫১৭ জন। এদিকে বাংলাদেশেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। তবে জনসংখ্যা অনুপাতে বাংলাদেশের তুলনায় ওমানের করোনা পরিস্থিতি খারাপ অবস্থানে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ওমান সরকারের সকল নির্দেশনা মেনে চলতে নাগরিক এবং প্রবাসীদের অনুরোধ জানিয়েছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছে ওমান সুপ্রিম কমিটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
