জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়েছিল বলে স্বীকার করেছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বুধবার (১৮ ডিসেম্বর) ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদে পলক এই তথ্য প্রকাশ করেন। তিনি জানান, আন্দোলনের সময় ভবনে আগুন লাগার ঘটনাকে কারণ হিসেবে দেখানো হলেও প্রকৃতপক্ষে এটি শেখ হাসিনার সরাসরি নির্দেশে করা হয়েছিল।
বিষয়টি বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সাংবাদিকদের সামনে নিশ্চিত করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, “জিজ্ঞাসাবাদে পলকের দেওয়া স্বীকারোক্তি থেকে এটি স্পষ্ট যে ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত একটি পরিকল্পিত পদক্ষেপ ছিল।”
বিস্তারিত আসছে…
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
