রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ এক যুবককে আটক করেছে।
আটক যুবকের কাছ থেকে উদ্ধার করা হয়েছে আমেরিকান ডলার, সৌদি রিয়াল, মালয়েশিয়ান রিঙ্গিত, দুবাই দিরহাম, অস্ট্রেলিয়ান ডলার, ইউরো, কুয়েতি দিনার, বাহরাইনি মুদ্রা, সিঙ্গাপুরি ডলার, ব্রুনাই ডলার, কাতারের মুদ্রাসহ ভারতীয় রুপি। এ সমস্ত মুদ্রার বাংলাদেশি টাকায় মোট মূল্য প্রায় ৩৭ লাখ টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক যুবক ফাহিম ফয়সাল জিম (২২) কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার চাঁদগ্রামের আব্দুল মান্নানের ছেলে।
১৫ ডিসেম্বর রাতে সদর উপজেলার খানখানাপুর রেলক্রসিং এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে পুলিশের চেকপোস্টে তল্লাশি চালানো হয়।
এ সময় কুষ্টিয়া থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করলে জিম পালানোর চেষ্টা করে। পুলিশ তাকে আটক করে এবং তার কাছ থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম জানান, আটক যুবকের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
