জাতীয় পার্টি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে দলের চেয়ারম্যানের কার্যালয়ে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
জিএম কাদের বলেন, “জাতীয় পার্টি আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে। তবে, নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ভুয়া মামলা প্রত্যাহার, সভা-সমাবেশের অধিকার রক্ষা এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আমরা এ বিষয়ে সরকারের কাছে আহ্বান জানাই।”
তিনি আরও বলেন, “জাতীয় পার্টি ছাত্র-জনতার হত্যাকাণ্ডের বিচার চায়। কিন্তু এসব হত্যাকাণ্ডের ঘটনাকে ব্যবহার করে মিথ্যা মামলা এবং দুর্নীতির আশ্রয় নেওয়া হচ্ছে। শাস্তির নামে দেশে বিভাজন সৃষ্টি করা হচ্ছে, যা গণঅভ্যুত্থানের মূল উদ্দেশ্যকে ব্যাহত করছে।”
জিএম কাদের সতর্ক করে দিয়ে বলেন, “যেভাবে হানাহানি চলছে, তাতে দেশ আবারও অন্ধকারের দিকে যেতে পারে। এ পরিস্থিতি রোধে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।”
এ সময় তিনি তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ফিরে আসার বিষয়ে হাইকোর্টের রায়কে স্বাগত জানান এবং তা দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
