পাকিস্তান খাইবার পাখতুনখোয়া প্রদেশে নতুন তেল ও গ্যাসের খনির সন্ধান পেয়েছে। দেশটির তেল ও গ্যাস উন্নয়ন সংস্থা (ওজিডিসিএল) জানিয়েছে, লাক্কি মারওয়াত জেলার বেটানি-২ কূপে এ মজুত আবিষ্কৃত হয়েছে।
ওজিডিসিএল-এর তথ্যমতে, এই কূপ থেকে প্রতিদিন ২.১৪ মিলিয়ন ঘনফুট গ্যাস এবং ৭৪ ব্যারেল কনডেনসেট উত্তোলন করা সম্ভব। নতুন এ আবিষ্কার পাকিস্তানের জ্বালানি খাতকে উল্লেখযোগ্যভাবে এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সংস্থাটি জানিয়েছে, বেটানি-২ এলাকার আশপাশে আরও অনুসন্ধানমূলক খনন কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে। কূপটির মালিকানা পুরোপুরি ওজিডিসিএল-এর হওয়ায় এ আবিষ্কার দেশের জ্বালানি মজুত বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর আগে চলতি বছরের জুলাই মাসে সিন্ধু প্রদেশে নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার করেছিল মারি পেট্রোলিয়াম কোম্পানি। সেই গ্যাস বর্তমানে সুই নর্দার্ন গ্যাস পাইপলাইনস লিমিটেড (এসএনজিপিএল)-এ সরবরাহ করা হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের আবিষ্কার পাকিস্তানের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যৎ বিনিয়োগে আকর্ষণীয় পরিবেশ সৃষ্টি করবে।
দেশের জ্বালানি খাতকে আরও শক্তিশালী করতে এ আবিষ্কার অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পাকিস্তানের জ্বালানি খাতে এ ধরনের অগ্রগতি অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
