সুইজারল্যান্ড ভারতকে দেওয়া বিশেষ বাণিজ্যিক সুবিধা মোস্ট ফেভারড নেশন (এমএফএন) বাতিল করেছে। এই সিদ্ধান্তের ফলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে।
বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়ম অনুযায়ী, এমএফএন মর্যাদা পেলে একটি দেশকে শুল্ক ও বাণিজ্য নীতিতে বিশেষ সুবিধা দেওয়া হয়। তবে সুইজারল্যান্ডের এই পদক্ষেপ ভারতের পণ্য রফতানি ও দ্বিপাক্ষিক বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
এমএফএন মর্যাদা অনুযায়ী, ভারত ও তৃতীয় কোনো ওইসিডি (অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট) দেশের মধ্যে কর সুবিধা প্রযোজ্য হলে, সেটি ভারতের ক্ষেত্রেও কার্যকর হওয়া উচিত। তবে ২০২৩ সালের সেপ্টেম্বরে ভারতের সুপ্রিম কোর্টের একটি রায় এতে বাধা হয়ে দাঁড়ায়।
রায়ে বলা হয়, ভারতীয় আয়কর আইনের ৯০(১) ধারা অনুযায়ী, কোনো প্রজ্ঞাপন ছাড়া এমন কর সুবিধা কার্যকর হতে পারে না। এই মামলায় সুইজারল্যান্ডভিত্তিক বহুজাতিক কোম্পানি নেসলে গুরুত্বপূর্ণ পক্ষ হিসেবে ছিল।
ভারতের শীর্ষ আদালতের এই রায়ের প্রেক্ষিতে সুইস ফাইন্যান্স বিভাগ এক ঘোষণায় জানায়, এমএফএন সুবিধা আগামী বছরের ১ জানুয়ারি থেকে স্থগিত করা হচ্ছে। এর ফলে, সুইজারল্যান্ডে ভারতীয় কোম্পানিগুলোর জন্য উৎসে করের হার আবার ১০ শতাংশ হবে, যা আগে ৫ শতাংশে নেমে এসেছিল।
এই সিদ্ধান্ত ভারত-সুইজারল্যান্ড বাণিজ্যে নতুন জটিলতা তৈরি করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একদিকে করহার বাড়ায় ভারতীয় কোম্পানিগুলোর কার্যক্রমে অতিরিক্ত ব্যয় হবে, অন্যদিকে বিনিয়োগকারীদের আগ্রহেও ভাটা পড়তে পারে।
অর্থনৈতিক সম্পর্কের এই চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশের আলোচনার সম্ভাবনা থাকলেও, তা কতটা কার্যকর হবে, সেটিই এখন দেখার বিষয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
