ইসলামী আন্দোলন বাংলাদেশ তার নতুন কমিটি গঠন করেছে, যাতে ১১ সদস্যের প্রেসিডিয়াম, ১৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ৫১ সদস্যের মজলিসে আমেলা অন্তর্ভুক্ত রয়েছে।
বুধবার, ১১ ডিসেম্বর সকালে রাজধানীর গুলিস্তানের হোটেল ইম্পেরিয়ালে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শূরার সভায় এই কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
এ সময় মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, “আমাদের উদ্দেশ্য ইসলামকে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করা। আমরা ক্ষমতায় যেতে চাই না, বরং ইসলামকে ক্ষমতায় নিতে চাই। কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে এবং ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের দাওয়াতের কাজ আরও গতিশীল করতে হবে।”
মজলিসে শূরার সভায় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও প্রকৌশলী আশরাফুল আলমের পরিচালনায় বিভিন্ন নেতারা বক্তব্য রাখেন। এর মধ্যে সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী, নায়েবে আমীর মাওলানা আবদুল আউয়াল, আল্লামা আবদুল হক আজাদ এবং অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
নতুন গঠিত ১১ সদস্যের প্রেসিডিয়ামে রয়েছেন— মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই, অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, আল্লামা নুরুল হুদা ফয়েজী, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা আব্দুল হক আজাদ, অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, খন্দকার গোলাম মাওলা, অধ্যাপক আশরাফ আলী আকন, এবং মাওলানা হাফেজ নেয়ামতুল্লাহ আল ফরিদী।
১৫ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন— শরীয়াহ বিষয়ক উপদেষ্টা হযরত মাওলানা মুফতি ওমর ফারুক, শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাওলানা ড. আ. ফ. ম. খালিদ হোসেন, তথ্য বিষয়ক উপদেষ্টা মাওলানা ওবায়দুর রহমান খাঁন নদভী, মানবাধিকার বিষয়ক উপদেষ্টা এড. এ কে এম এরফান খান, এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
৫১ সদস্যের কেন্দ্রীয় মজলিসে আমেলায় বিভিন্ন বিভাগীয় সাংগঠনিক সম্পাদকসহ গুরুত্বপূর্ণ নেতৃত্ব উপস্থিত রয়েছেন, যারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে আরও শক্তিশালী ও গতিশীল করতে কাজ করবেন।
এই কমিটির মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের ইসলামিক আদর্শ এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার পথে এক নতুন যাত্রা শুরু করেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
