ওমানে ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর বাইরে আসতেই অভিনব কৌশলে এক গ্রাহকের টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার এ খবর জানায় রয়্যাল ওমান পুলিশ।
জানা গেছে, ভুক্তভোগী ওই ব্যক্তি ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর তার গাড়িতে উঠলে কতিপয় লোক তাকে অনুসরণ করতে থাকে।
একপর্যায়ে তাকে প্রলুব্ধ করে গাড়ির বাইরে বের করতে সক্ষম হয় তারা। তিনি গাড়ি থেকে বের হতেই গাড়িতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয় প্রবাসী ছিনতাইকারীদের চক্র।
যদিও খবর পেতেই দ্রুততম সময়ের মধ্যে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















