আকাশে উল্কা বৃষ্টি দেখার সাক্ষী হতে চলেছে ওমানের বাসিন্দারা। আগামী শুক্রবার রাতে এবং পরদিন সকালে এ রকমই মহাজাগতিক ঘটনা দেখা যাবে।
এদিন রাতে আকাশ থেকে আতশবাজির মতো খসে পড়বে একেকটি উল্কা। সন্ধ্যা গড়ানোর পরই ঐ দৃশ্য দেখা যাবে। তবে এজন্য আকাশ পরিষ্কার থাকতে হবে।
ওমান এস্ট্রোনমিক্যাল সোসাইটির সদস্য রায়ান বিনত সাইদ আল রুয়াইশদির মতে, উল্কার বৃষ্টি বা জেমিনিড মেটিওর শাওয়ার এ মাসের ১৩ তারিখ থেকে দেখা যাবে।
জ্যোতির্বিজ্ঞানীদের দাবি, ৩২০০ ফায়থন নামে এক পাথুরে গ্রহাণু থেকে জেমিনিড এসেছে। ফায়থন কোন গ্রহাণুর বিচ্ছিন্ন অংশ যা সূর্যের চারদিকে প্রদক্ষিণের সময় ধুলা হয়ে মহাকাশে ছড়িয়ে পড়ে। পৃথিবীর অভিকর্ষজ বলের টানে খুব কাছে এসে পড়লে বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষে আগুন জ্বলে ওঠে।
নাসা বলছে, জেমিনিড উল্কা বৃষ্টি সারা আকাশজুড়ে আলো ছড়ায়। উত্তর পূর্ব আকাশের জেমিনি নক্ষত্র পুঞ্জের কাছ থেকে ছুটে আসে এ উল্কারা। তাই এর নাম ‘জেমিনিড’।
এর আগে ২০২০ সালে ঘণ্টায় ২০০ থেকে ২২০টি উল্কাবৃষ্টি দেখা গিয়েছিলো। মোট ৬ ঘণ্টায় দেখা গেছে ১ হাজার ৬৩ টি। এবারের বৃষ্টি খুব স্পষ্টভাবে দৃশ্যমান হবে কারণ এটি ধীরগতির এবং নানা রঙের হতে যাচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
