আজ থেকে ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান হিসেবে গণ্য হবে না, এমন এক রায় দিয়েছেন আপিল বিভাগ।
আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার সদস্যবিশিষ্ট আপিল বেঞ্চ হাইকোর্টের রায় স্থগিত করার আদেশ দেয়।
এর আগে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করে। গত ২ ডিসেম্বর এই তথ্য জানান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।
২০২০ সালের ১০ মার্চ হাইকোর্ট ‘জয় বাংলা’ স্লোগানকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করে। এই রায়টি ছিল সুপ্রিম কোর্টের আইনজীবী বশির আহমেদের ২০১৭ সালে করা একটি রিট আবেদন অবলম্বনে।
পরে, ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভা ‘জয় বাংলা’-কে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয়।
এর পরবর্তী সময়ে, ২ মার্চ ২০২২ তারিখে প্রজ্ঞাপন জারি করে এটি সরকারিভাবে ঘোষণা করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
