মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের একটি ব্যাংক থেকে ২৫ দশমিক ৫ মিলিয়ন কুয়েতি দিনার ঋণ নিয়ে পালিয়ে গেছেন ১৪২৫ জন ভারতীয়, যাদের মধ্যে ৮০০ নার্সও রয়েছেন।
ইন্দো-এশিয়ান নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, পলাতক এই ভারতীয়দের অনেকেই যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ায় চলে গেছেন।
কুয়েতের ব্যাংকটি ভারতের কেরালা রাজ্যের ৮০০ নার্সসহ মোট ১৪২৫ জন ঋণগ্রহীতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, এসব ভারতীয় প্রথমদিকে ব্যাংকের আস্থায় ছোট ঋণ নিলেও পরে সময়মতো পরিশোধ করতেন। তবে, পালানোর আগে তারা বড় অঙ্কের ঋণ নেন।
কুয়েতের ব্যাংকটি এখন কেরালা পুলিশের সাথে যৌথভাবে খেলাপি ঋণগ্রহীতাদের সম্পর্কে তথ্য শেয়ার করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং কমপক্ষে ১০টি মামলা ইতোমধ্যেই রেকর্ড করা হয়েছে।
অনুসন্ধানে এখন পর্যন্ত ১৪০০ জনেরও বেশি ব্যক্তির নাম উঠে এসেছে, এবং ব্যাংক কর্তৃপক্ষ কেরালা পুলিশের সহকারী মহাপরিচালকের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
