মেক্সিকোতে একটি বিমান যাত্রীর ছিনতাইয়ের চেষ্টা ও সেই ঘটনার পর হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি হয়।
ভোলারিস ৩৪০১ বিমানটি মেক্সিকোর এল বাজিও থেকে তিজুয়ানার উদ্দেশ্যে উড়ে যাওয়ার সময় এক যাত্রী বিমানের নিয়ন্ত্রণ ছিনতাইয়ের চেষ্টা করেন।
তিনি বারবার চেঁচিয়ে বলেন, “বিমানটি আমেরিকায় নিয়ে চলো।” এর ফলে বিমানের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যাত্রীরা চিৎকার করে ওঠেন।
এই ঘটনার ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, বিমানের ক্রু মেম্বাররা যাত্রীকে নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছেন এবং যাত্রী তাদের সঙ্গে ধস্তাধস্তি ও মারধর করেন।
https://twitter.com/MarioNawfal/status/1865893709478293688?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1865893709478293688%7Ctwgr%5Ef756a4506335a2f79b93edc100a58692a50a843a%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fpublish.twitter.com%2F%3Furl%3Dhttps%3A%2F%2Ftwitter.com%2FMarioNawfal%2Fstatus%2F1865893709478293688
বিমানটি তখনই সেন্ট্রাল মেক্সিকোর গুয়াদালাজারায় জরুরি অবতরণ করে। বিমান সংস্থা জানিয়েছে, অবতরণের পর অভিযুক্ত যাত্রীকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
ভোলারিস ৩৪০১ বিমানের ক্রু ও অন্যান্য যাত্রীরা পুরোপুরি সুরক্ষিত আছেন এবং কয়েক ঘণ্টা পর বিমানটি পুনরায় তার গন্তব্যের উদ্দেশে উড়ান শুরু করেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
