দুবাইয়ের বিলাসবহুল বোহো ক্যাফে সম্প্রতি উন্মোচন করেছে এক অনন্য চায়ের অভিজ্ঞতা। গোল্ড কাড়াক নামের এই বিশেষ চায়ের দাম প্রায় দেড় লাখ টাকা, যা এরই মধ্যে সবার নজর কেড়েছে।
চায়ের সঙ্গে পরিবেশন করা হয় সোনার গুঁড়া ও স্বর্ণের পাতায় ঢাকা পরিবেশনা, যা এই অভিজাত পানীয়কে করে তুলেছে আরও আকর্ষণীয়।
বিশেষ চায়ের সঙ্গে থাকছে রূপার তৈরি একটি কাপ, যা অতিথিদের উপহার হিসেবে দেওয়া হয়। স্বাভাবিকভাবেই, এই ব্যতিক্রমী উদ্যোগ চা প্রেমী থেকে শুরু করে বিলাসবহুল জীবনযাপনের অনুরাগীদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে।
বোহো ক্যাফে অবস্থিত দুবাইয়ের ডিআইএফসি-র অ্যামিরেটস ফিন্যান্সিয়াল টাওয়ারে, যা গত মাসে তাদের যাত্রা শুরু করেছে।
মেন্যুতে রয়েছে দুই ধরনের খাবারের অভিজ্ঞতা—একদিকে বিলাসবহুল খাবারের তালিকা, যেমন সোনার গুঁড়া ছড়ানো ক্রোয়াসো, অন্যদিকে ভারতীয় স্ট্রিট ফুডের সাশ্রয়ী বিকল্প।
এমন এক সময়ে, যখন সোনার বাজার চড়াও, এই ক্যাফে শুধু বিলাসিতার প্রতীক নয়, এটি ভোজনপ্রেমীদের জন্য এক নতুন ও অভিজাত অভিজ্ঞতার ঠিকানা হয়ে উঠেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
