মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এক অনুষ্ঠানে মন্তব্য করেছেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসার কথা ভাবেন, তবে তাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং গণহত্যার দায়ে বিচারের মুখোমুখি হতে হবে।
তিনি বলেন, শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশে ফিরে আসার হুমকি দেশবাসীর জন্য ভীতি প্রদর্শনের চেষ্টা মাত্র। তবে এ দেশে তার প্রবেশের একমাত্র পথ হলো আদালতের মুখোমুখি হওয়া।
রবিবার পিলখানায় বিজিবি সদর দফতরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন ফরিদা আখতার। অনুষ্ঠানে তিনি আরো উল্লেখ করেন, দেশের জনগণ ও ছাত্রসমাজ শেখ হাসিনার মতো একজন স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং তাকে দেশ ছাড়তে বাধ্য করেছে।
তিনি জানান, সেই আন্দোলনে প্রাণ দিয়েছেন সাধারণ মানুষ—রিকশাচালক, গ্যারেজ কর্মী, ও অন্যান্য পেশাজীবী। তাদের ত্যাগের কথা স্মরণ করে ফরিদা আখতার বলেন, “আমাদের দায়িত্ব কেবল মন্ত্রণালয় পরিচালনার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং জনগণের প্রতি আমাদের দায়িত্ব যে কোনো নির্বাচিত সরকারের চেয়েও বেশি।”
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব রক্তের বিনিময়ে এসেছে। জনগণের স্বার্থে কাজ করতে ব্যর্থ হলে যে শাস্তি আসবে, তা মাথা পেতে নিতে তারা প্রস্তুত।
অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও চিন্তক ফরহাদ মজাহার, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, মেজর আহমেদ ফেরদৌস (অব.), এবং উইমেন সাপোর্ট গ্রুপের প্রতিষ্ঠাতা তৌহিদা হক।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
