বাংলাদেশে ২০, ১০০, ৫০০ এবং ১,০০০ টাকার নোটের ডিজাইন পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নোটগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আর থাকছে না। সবকিছু সঠিকভাবে এগোলে, আগামী ছয় মাসের মধ্যেই এই নোটগুলো বাজারে চালু হবে।
রোববার বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়।
জানা গেছে, নতুন নোটের ডিজাইনে ধর্মীয় স্থাপনা, বাঙালির ঐতিহ্য এবং ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি’র মতো নতুন উপাদান যুক্ত করা হবে।
এসব বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং সরকারের তরফ থেকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে, এবং ইতিমধ্যে নোট ছাপানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা জানান, প্রাথমিকভাবে চারটি নোটের ডিজাইন পরিবর্তন করা হচ্ছে। পরবর্তীতে ধাপে ধাপে অন্যান্য ব্যাংক নোটের ডিজাইনও নতুন করে তৈরি করা হবে।
এর আগে, ২৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ নতুন নোটের নকশা প্রণয়নের প্রস্তাব বাংলাদেশ ব্যাংকের কাছে জমা দেয়।
মূল সুপারিশ করবে বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি, যার নেতৃত্বে থাকবেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর। এই কমিটিতে চিত্রশিল্পীরাও অন্তর্ভুক্ত রয়েছেন।
বর্তমানে বাংলাদেশে ১ থেকে ১,০০০ টাকা পর্যন্ত মোট ১০ ধরনের কাগুজে নোট চালু রয়েছে। এর মধ্যে ২ থেকে ১,০০০ টাকার নোটে বঙ্গবন্ধুর ছবি রয়েছে। তবে নতুন নোটের ডিজাইনে এই ঐতিহ্য আর থাকছে না।
বাংলাদেশ ব্যাংকের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে নতুন নোট ছাপাতে ব্যয় হয় ৩৮ হাজার ৪০০ কোটি টাকা। আগের অর্থবছরে এই খরচ ছিল ৩৭ হাজার ৪০০ কোটি টাকা, যা ২০২০-২১ অর্থবছরের তুলনায় আরও বেশি।
নতুন ডিজাইনের নোট প্রচলনের মাধ্যমে বাংলাদেশের মুদ্রা ব্যবস্থাপনায় আরও আধুনিকতার ছোঁয়া আসবে বলে আশা করা হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
